প্রকাশিত: ০৫/০২/২০১৫ ৯:০১ অপরাহ্ণ

এম বশর চৌধুরী উখিয়া, কক্সবাজার::
উখিয়ার থানা পুলিশ ৪ ফেব্র“য়ারী বুধবার রাতে শীর্ষ মানব পাচারকারী বহু অপকর্মের হোতা জমির আহম্মদ প্রঃ কালা জমির (৪২) কে সোনার পাড়া এলাকা থেকে আটক করেছে। সে সোনার পাড়া রেজু ঘাটঘর গ্রামের মৃত কাদির হোছনের ছেলে। উখিয়া থানার উপ-পরিদর্শক সেলিম চৌধুরী জানান, আটককৃত কালা জমিরের বিরুদ্ধে সাগরে দস্যুতা, গন ধর্ষন ও টেকনাফের শাহপরীরদ্বীপে মানব পাচারকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধ করে তিন জনকে হত্যার অভিযোগ সহ নানা অপরাধে একাধিক মামলা আছে। স্থানীয়রা জানিয়েছে, পুলিশের হাতে আটক জমির আহম্মদ প্রঃ কালা জমির দীর্ঘ দিন ধরে সোনার পাড়া রেজু ঘাট ঘর এলাকায় তার মালিকানাধীন পড়শী বাড়ী কটেজে বসে সাগর পথে মালয়েশিয়া মানব পাচার করে আসছিল।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...