এম. দুলাল মিয়া, উখিয়া (কক্সবাজার) ::
চলমান রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটকে ঘিরে কক্সবাজার জেলার সাধারণ মানুষের মাঝে বোমা আতংক বিরাজ করছে। দেশজুড়ে ২০ দলীয় জোটের অবরোধে ৩১ তম দিন বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। জেলার ৮টি উপজেলায় সরকার দলীয় ও ২০ দলীয় জোটের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমা হামলার মতো ঘটনা ঘটেছে অহরহ। জামায়াত-শিবির ও ২০ দলীয় জোটের বোমাবাজির কারণে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। ফলে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার শূন্যের কোটায় নেমে এসেছে।
অবরোধ ও রাজনৈতিক সহিংসতায় কক্সবাজারের ৮টি উপজেলায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনায় ৩৫টি মামলায় ৩৪৭ জনকে আটক করা হয়। অবরোধ-হরতালের কারণে ক্ষতি গুণতে হয়েছে প্রায় ২৭০ কোটি টাকার। দূর পাল্লার পরিবহন যাতায়ত করতে না পারায় আমদানি-রপ্তানি কমে গেছে। যার কারণে জেলার বিভিন্ন হাট বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
উপজেলার বিভিন্ন হাট বাজারে বিভিন্ন দ্রব্য সামগ্রীর মূল্য আকাশচুম্বি। চলমান সহিংসতা ও ক্রান্তিলগ্নে নিম্নবিত্ত পরিবারে অনেকটা নীরব দূর্ভিক্ষ ও মন্দা কাটছে। দেশজুড়ে বোমাবাজির কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা বার বার পিছিয়ে গিয়ে শিক্ষার্থীদের মনোবলে অনেকটা আঘাত হানছে। অবরোধ ও হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের পরীক্ষা পিছিয়ে গিয়ে মারাত্মক সেশন জটের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। গত ৪ জানুয়ারী টেকনাফ-কক্সবাজারগামী বাস রামুর চেইন্দা জলপড়ি সেতুর সামনে পৌঁছলে উৎপেতে থাকা দূর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে পেট্টোল বোমা নিক্ষেপ করে। বোমাটি লক্ষভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পায় ৪৫ জন যাত্রী। টেকনাফের হ্নীলায় যাত্রীবাহী বাসেও দূর্বৃত্তর পেট্টোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
অপরদিকে গত ৩ জানুয়ারী কক্সবাজার-ঢাকাগামী আইকন পরিবহন যাত্রীবাহী বাস লক্ষ্য করে কুমিল্লার চৌদ্দগ্রামে দূর্বৃত্তরা পেট্টোল বোমা ছুটলে কক্সবাজারের চকরিয়ার ৪ জন সহ অন্তত ৮ জন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। এ ৪ জনের মধ্যে ২ জন যাত্রী স্বনির্ভর বাংলাদেশ গড়তে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বিদেশ পাড়ি দেয়ার প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। চলমান সহিংসতা, অবরোধ ও দূর্বৃত্তদের পেট্টোল বোমায় তাদের সাজানো স্বপ্নকে ভেঙ্গে দিয়ে খালি করেছে ৭ মায়ের কোল।
অবরোধে ৩৫টি মামলায় ৩৪৭ জন আটকের মধ্যে বিএনপি ২৪৫ জন ও ১৪২ জন জামায়াত-শিবিরের কর্মী রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। চলমান অবরোধ ও হরতালের কারণে দেশের অন্যতম পর্যটন রাজধানী কক্সবাজারের হোটেল-মোটেল ব্যবসায় অনেকটা ধ্বস পড়েছে। বছর শেষে পর্যটন ব্যবসায়ীদের কোটি কোটি টাকার বিনিয়োগ এখন লোকসানে পরিণত হচ্ছে।
এদিকে এসব হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতা থেকে উত্তোরণের উপায় খুঁজছে পর্যটন ব্যবসায়ীরা ও সাধারণ জনতা। তাদের দাবী, আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা আমাদেরকে সমাধান করতে হবে। দু’ প্রধান রাজনৈতিক দলের নেত্রীর সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান ও আগামী সুন্দর বিশ্ব উপহার পেতে চায় জেলাবাসী।
মুটোফোনে আলাপকালে জেলা পুলিশ শ্যামল কুমার নাথ জানান, ২০ দলীয় জোট শুক্রবার হরতালের ডাক দিলেও এসএসসি পরীক্ষা যথাসময়ে শুরু হবে বলে জানান। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত