
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ঝাউ বাগানে গড়ে উঠা প্রায় ২ হাজার রোহিঙ্গা বসতি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
৪ ফেব্রুয়ারী বুধবার দুপুর হতে দিনব্যাপী বাহারছড়া ইউনিয়নের শামলাপুর হতে টেকনাফ বীচ পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকতের পাশে ঝাউবাগানে গড়ে উঠা প্রায় ২ হাজার রোহিঙ্গা বস্তিতে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) জাহেদ ইকবাল এর নেতৃত্বে বিজিবি-পুলিশ-বন বিভাগ ও ভূমি অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন উচ্ছেদস্থল পরিদর্শন করেন। পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া গত ১৫ জানুয়ারী যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের মেরিন ড্রাইভ সড়কের মনখালী সেতু উদ্বোধন করতে এসে ঝাউবাগানের রোহিঙ্গা বস্তি উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি নির্দেশ দেন।
পাঠকের মতামত