প্রকাশিত: ০৪/০২/২০১৫ ১১:১১ অপরাহ্ণ
আবদুর রাজ্জাক,মহেশখালী:
সারা দেশে চলমান আন্দোলনের কারনে দেশ ব্যাপী সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ মহেশখালীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির প্রথম সভা বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হোছাইন ইব্রাহিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, সাধারন সম্পাদক এম আজিজুর রহমান, মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন, মুক্তিযুদ্ধা কমান্ডার, উপজেলা প্রকল্প বাস্তবায়বন কর্মকর্তা সাকিব,উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন সহ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দরা। সভায় বক্তারা বলেন, চলমান এস এসসি পরীক্ষার্থীদের সার্বাক্ষনিক নিরাপত্তাসহ সাধারন মানুষের জানমালের নিরাপত্তার দেওয়ার দেওয়ার আশ্বাস দেন।
পাঠকের মতামত