প্রকাশিত: ০৪/০২/২০১৫ ৯:৫৭ অপরাহ্ণ

বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
পর্যটন শহর কক্সবাজারে নাশকতা ও অপরাধ ঠেকাতে এবার মোটর সাইকেল টহল জোরদার করেছে পুলিশ। প্রতিদিন সন্ধ্যার পর ৪টি মোটর সাইকেলে করে ৮ জন পুলিশ সদস্য শহরের বিভিন্ন এলাকায় নাশকতা, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ ঠেকাতে কাজ করে যাচ্ছে। এতে করে গত কয়েকদিন ধরে শহরে চুরি, ছিনতাই হ্রাস পেয়েছে। এর ফলে নাশকতা করতে সাহস পাচ্ছে না বিএনপি-জামায়াত। অন্যদিকে কিছুটা হলেও স্বস্তিতে রযেছে ব্যবসায়ী, যানবাহন চালক ও পথচারীরা। কক্সবাজার সদর মডেল থানার নবাগত চৌকষ অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম অভিজ্ঞতার আলোকে প্রথমবারের মত এ টহল জোরদার করেছে। শহরের এ.সালাম মার্কেটের স্বর্ণ ব্যবসায়ী রুবেল ধর জানান-কয়েকদিন ধরে মোটর সাইকেলে পুলিশের টহল জোরদার হওয়ার কারণে তাদের মাঝে অনেকটা আতংক কেটে গেছে। নির্বিগ্নে ব্যবসা করার কিছুটা হলেও সাহস পাচ্ছে। টহল অব্যাহত রাখার কথা জানিয়েছে সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী এর জন্য শহরবাসির সহযোগিতা কামনা করেন। অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম বলেন-মোটর সাইকেলের টহল অলি গলিতে চলছে। যাতে করে কোন অন্ধকার স্থান থেকে কোন অপরাধী অপরাধ করতে না পারে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...