প্রকাশিত: ০৩/০২/২০১৫ ৭:১২ অপরাহ্ণ
উখিয়ায় জাহেদা হত্যার বিচার আদৌ হবে কি ?

1414216847
পলাশ বড়ুয়া:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়াপালং নলবনিয়া গ্রামের দিনমুজুর মনির আহমদের মেয়ে জাহেদা বেগম হত্যার রহস্যের জঠ খুলছে না। তাই সচেতন মহলের প্রশ্ন জাহেদা হত্যার বিচার আদৌ হবে কি ?

আদালতে দায়েরকৃত মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৪সালের ১০ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় স্থানীয় শাহেদা বেগমের বসত বাড়ীতে একই এলাকার প্রবাসী রশিদ আহমদের দুশ্চরিত্র লম্পট ঘাতক পুত্র মায়মুনুর রশিদ বাড়িতে একা পেয়ে বিবাহের প্রলোভনে জাহেদা বেগমকে কুপ্রস্তাব দেয়। এতে জাহেদা বেগম কুপ্রস্তাবে সম্মতি না দিলে লম্পট মায়মুনুর রশিদ ক্ষীপ্ত হয়ে অসহায় জাহেদার শ্লীলতাহানির চেষ্টা করে। এতে জাহেদা বাধা দিলে লম্পট মায়মুনুর রশিদ তাকে গলাটিপে হত্যা করে। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে সুচতুর লম্পট মায়মুনুর রশিদ জাহেদার নিথর দেহ নাইলনের রশি দিয়ে ঘরের তুলির সাথে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনা নিয়ে এলাকায় রহস্যের জট খুলছে না। ফলে জাহেদা হত্যার বিচার নিবৃত্তে কাঁদছে।

এদিকে প্রবাসী রশিদ আহমদ আর্থিক স্বচ্ছল হওয়ায় বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ভাবে অনেক দেন দরবার করে। এ বিষয়ে জাহেদার পিতা মনির আহমদ উখিয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে পুলিশ একটি অপমৃত্যুর মামলা রুজু করে।

অপরদিকে আদরের মেয়ে জাহেদা হত্যার সুষ্টু বিচারের আশায় অসহায় দিনমুজুর পিতা মনির আহমদ বাদী হয়ে গত ১৪/১২/২০১৪ইং কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-২ এ ফৌজদারী কার্যবিধি ৪৪৮/৩০২ দ:বি: মোতাবেক হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য উখিয়া থানায় প্রেরণ করে।

এ ব্যাপারে মৃত জাহেদার পিতা মনির আহমদ অভিযোগ করে এ প্রতিবেদককে জানান, মামলা করার পর থেকে আসামীপক্ষ তার পরিবারের উপর অনেকবার হামলার করার চেষ্টা চালায় এবং মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন। মামলা তদন্তের বিষয়ে জানতে উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খাঁন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, বিষয়টি এখনো থানায় আসেনি। মামলার কপি হাতে পেলে সুষ্ঠু তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...