সেলিম উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা থেকে অপহৃত চালক যাত্রীকে লাখ টাকায় ছাড় দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপন দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। অপহৃত ঈদগড়ের সাবেক মেম্বার পানিস্যাঘোনা এলাকার বাসিন্দা বদরোদ্দোজা আমানু ও ঈদগড় করলিয়ামোরা এলাকার নজির আহমদের ছেলে সিএনজি চালক হেলাল উদ্দিনকে সদরের ইসলামাদ ইউনিয়নের হরিরঝিরি নামক পাহাড়ী এলাকায় ছেড়ে দেয় অপহরন কারীরা। বদরোদ্দোজা আমানু জানান গত বৃহস্পতিবার তাদেরকে অপহরণ করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই দিন রাত দুই টার দিকে খাবার দেয়া হয়। পরে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করা হয়। অন্যথায় মেরে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা।
তিনি আরো জানান মুঠোফোনের মাধ্যমে বাড়ী থেকে টাকা নিয়ে আসতে বললে নির্ধারিত জায়গায় আমার পক্ষের লোকজন এসে ৬০ হাজার টাকা এবং সিএিনজি চালকের পক্ষে ৫০ হাজার হাজার টাকা দেয়ার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাব উদ্দিন অপহৃত ব্যক্তিদ্বয়ের মুক্তির খবর শুনেছি। তবে মুক্তিপনের বিষয় তিনি কিছুই জানেনা বলে জানান।
প্রকাশিত: ৩১/০১/২০১৫ ৮:০৬ অপরাহ্ণ
পাঠকের মতামত