৬ লাশের পরিচয় মিলেছে, আটক দালালেরা রিমান্ডে
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে কুতুবদিয়া চ্যানেলের খুদিয়ারটেক মোহনায় ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া ৭ মৃতদেহ শনিবার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী ১ জনের পরিচয় পাওয়া না যাওয়ায় তার ময়না তদন্ত সম্পন্ন করা বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুদ আলম। তিনি জানান-যাদের পরিচয় মিলেছে তাদের আত্মীয়-স্বজনরা আসলে লাশ হস্তান্তর করা হবে। ততক্ষণ পর্যন্ত লাশ হাসপাতালের মর্গে থাকবে। যেসব লাশের পরিচয় পাওয়া গেছে তারা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক, নারায়নগঞ্জের আড়াই হাজার গ্রামের মাহবুব রানা, বগুড়ার শিবগঞ্জ মামেন পুরের মোল্লাপাড়ার সাত্তার শেখের পুত্র সুইট শেখ, একই জেলার গোবিন্দপুরের দুলু শেখের পুত্র আমজাদ শেখ, নরসিংদীর রায়পুরের মৃত আবুল কাশেমের পুত্র মোহাম্মদ সুমন ও যশোর শাঁচারা পন্ডিত পুরের আলী বিশ্বাসের পুত্র বাবু বিশ্বাস। এর আগে উদ্ধারকৃত লাশের সুরতাহাল তৈরি করে শনিবার ভোরে ট্রলারে করে লাশগুলো নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। এদিকে বাকীদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড ও নৌ-বাহিনী। অন্যদিকে ১১ দালালের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় দায়ের করা মামলায় আটক দালালেরা হলো-কক্সবাজারের ওবায়দুল হক, তৈয়ব আলম, মো. রাসেল, ইয়াছিন হোসেন, ইসমাঈল হোসেন ও নুর মোহাম্মদ (৫০)। আটককৃতদের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই। উল্লেখ্য-২৯ জানুয়ারী বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরের কুতুববদিয়া চ্যানেলের খুদিয়ারটেক নাম স্থানে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এফবি ইদ্রিস নামের মালয়েশিয়াগামী একটি ট্রলার। এঘটনায় ৪২ জনকে জীবিত ও ৭ জনকে মৃত উদ্ধার করা হয়।
পাঠকের মতামত