প্রকাশিত: ৩১/০১/২০১৫ ১১:১০ পূর্বাহ্ণ

COXSBAZAR NEWS PIC 30-01-2015
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
কক্সবাজারের চকরিয়ার হারবাং থেকে ৪টি অস্ত্রসহ রোজিনা আক্তার নামের এক মহিলাকে আটক করেছে ডিবি পুলিশ। রোজিনা মহেশখালীর নতুন বাজারের মইশের ডেইল এলাকার মৃত আব্দুল্লাহর স্ত্রী। জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান-৩০ জানুয়ারী দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিল্লালের নেতৃত্বে হারবাং আজিজ নগর কলাবাগান থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ১টি রিভলবারসহ রোজিনাকে আটক করা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...