প্রকাশিত: ৩১/০১/২০১৫ ১১:০৫ পূর্বাহ্ণ

মাহমুদুল হক বাবুল, উখিয়া:
উখিয়ায় হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ হাবিব গোপন সংবাদের ভিত্তিতে ইনানী পুলিশ ফাঁড়ির সামনে থেকে জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে জোড়া খুন মামলার আসামী জসিম উদ্দিন (২৬) কে গ্রেপ্তার করে। সে কামাল বাহিনীর প্রধান শীর্ষ মানবপাচারকারী কামাল উদ্দিনের ছোট ভাই। তার গ্রেপ্তারে এলাকায় মিষ্টি বিতরণ করেছে সাধারণ জনতা। অভিযান পরিচালনাকারী ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ হাবিব জানান, আটককৃত জসিমকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার জিআর ১৮/২০০৩ নং মামলায় আটক করা হয়েছে।
জানা যায়, গত ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারী জালিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারবনিয়া ভোট কেন্দ্রে মনখালী গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন ও মৃত আবদুল কুদ্দুসের ছেলে নুরুল আলমকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছিল আটক জসিম উদ্দিন ও তার বড় ভাই কামাল উদ্দিন। হত্যার পর এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ালেও জসিম উদ্দিন অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। কিন্তু বর্তমানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মানব পাচার চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী কামাল বাহিনীর প্রধান কামাল উদ্দিন। কামাল উদ্দিন ও জসিম উদ্দিন যৌথ ভাবে সন্ত্রাসী বাহিনী গঠন করে সাগর পথে অবৈধ ভাবে মানব পাচারের সিন্ডিকেট গঠন করে। দীর্ঘদিন মানব পাচারের সাথে জড়িত থাকায় কোটি কোটি টাকার মালিক বনে যায় এই সহোদর। এছাড়াও তারা টেকনাফ থেকে ইয়াবা এনে উপকূলীয় মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে থাকে। বিগত ৩/৪ বছর যাবত ইয়াবা ব্যবসা করে আসছে তারা।
এলাকাবাসীরা অভিযোগ করে জানান, সন্ত্রাসী বাহিনীর প্রধান কামাল উদ্দিন এলাকার সাধারণ লোকজনদের নানা ধরনের হয়রানী করে আসছে। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে কেউ মূখ খুলতে পারছে না। ফলে তাদের দাপট দিনের পর দিন বেড়েই চলছে। কেউ তাদের বিরুদ্ধে কথা বললে তাকে মারধরসহ বিভিন্ন ভাবে নির্যাতন চালানো হয়। সম্প্রতি ডিবি পুলিশের হাতে মালয়েশিয়ায় মানব পাচারকারীর গডফাদার সোনার পাড়া গ্রামের মক্কীরানী নামে খ্যাতে রেবি আক্তার প্রকাশ রেবি ম্যাডাম ও মানবপাচারকারী পশ্চিম সোনাইছড়ি এলাকার হাজী মোজাফ্ফর আহমদ ছেলে রাসেল গ্রেপ্তার হলেও পুলিশি ধরাছোয়ার বাইরে রয়ে গেছে মানব পাচারকারী গডফাদার মনখালী গ্রামের কামাল উদ্দিন। কামাল উদ্দিনের সিন্ডিকেটের লোকেরা দেশের বিভিন্ন অঞ্চলের সহজ সরল লোকজনদের মালয়েশিয়ায় গিয়ে সোনার হরিণ ধরার প্রলোবন দেখিয়ে উপকূলীয় এলাকায় জড়ো করে রাতের আধাঁরে সাগর পথে মালয়েশিয়ায় পাচার করে থাকে। আর এলাকার মধ্যে যারা অবৈধ ভাবে মালয়েশিয়ায় যেতে অপারগতা প্রকাশ করে তাদের জোর পূর্বক অস্ত্রের মূখে জিম্মি করে ট্রলারে তুলে দিয়ে মালয়েশিয়ায় পাচার করে দিয়ে আটকে রেখে মোটা অংকের টাকা আদায় করে থাকে।
ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ হাবিব জানান, আটককৃত জসিমকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...