মাহমুদুল হক বাবুল, উখিয়া::
উখিয়ায় হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ হাবিব গোপন সংবাদের ভিত্তিতে ইনানী পুলিশ ফাঁড়ির সামনে থেকে জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের হত্যা মামলার আসামী জসিম উদ্দিন (২৬) কে গ্রেপ্তার করে।
জানা যায়, আটককৃত জসিম উদ্দিন মনখালী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে। গত ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারী জালিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনখালী গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে হেলাল উদ্দিন ও মৃত আবদুল কুদ্দুসের ছেলে নুরুল আলমকে হত্যা করেছিল পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জসিম। এতদিন ক্ষমতা ও টাকার প্রভাব বিস্তার করে পুলিশি গ্রেপ্তার থেকে রক্ষা পেলেও অবশেষে গতকাল বৃহস্পতিবার জিআর ১৮/২০০৩ নং মামলায় পুলিশের হাতে আটক হয়েছে। তার আটকের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ হাবিব জানান, আটককৃত জসিমকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশিত: ৩০/০১/২০১৫ ১২:৫৪ অপরাহ্ণ
পাঠকের মতামত