প্রকাশিত: ৩০/০১/২০১৫ ১২:৪৯ অপরাহ্ণ

Teknaf Pic-29-01-15
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফে পুলিশ-বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ১কোটি ২৬লাখ ৬০হাজার টাকার অধিক মূল্যের ইয়াবা বড়িসহ ৬জনকে আটক করেছে। একজনকে ভ্রাম্যমান আদালতে ৬মাসের সাজা প্রদান করা হয়েছে।
পুলিশ সুত্র জানায়,২৯ জানুয়ারী সকাল সাড়ে ৭টায় টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস (-ঢাকা মেট্রো-ম-১১-০১৩১) তল্লাশী করে ১৩ হাজার ৫শ টাকা মূল্যের ৪৫ পিস ইয়াবা বড়িসহ পূর্ব পানখালীর মৃত ইউছুপ আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম (২২) কে আটক করে। ধৃত আসামীকে মাধ্যমে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিনের মোবাইল কোর্টে হাজির করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জব্দকৃত ইয়াবা প্রকাশ্যে ধ্বংস এবং সাজাপ্রাপ্ত আসামীদেরকে জেলা কারাগারে প্রেরণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া সাড়ে ১০টায় হোয়াইক্যং ফাঁড়ির আইসি ওমর ফারুক যানবাহন তল্লাশী করে ৬লক্ষ ৬০হাজার টাকা মূল্যের ২হাজার ২শ পিস ইয়াবা বড়িসহ টেকনাফ রাজারছড়ার মকতুল হোসেনের ছেলে মোঃ নুর হোসেন (১৮), লেঙ্গুরবিলের রশিদ আহমদের ছেলে মোঃ ছলিম উল্লাহ (১৬) ও বাহারছড়ার নোয়াখালী পাড়ার ফরিদ আহমদের ছেলে নুর নবী (২৫) কে আটক করে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে অপর একজনকে পলাতক আসামী করা হয়েছে। এছাড়া অপরদিকে দুপুর সাড়ে ১২টায় টেকনাফ মডেল থানার অফির্সাস ইনচার্জ আতাউর রহমান খন্দকার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীর,এসআই কিবরিয়া, এএসআই সেলিম ও সর্ঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার বার্মিজ মার্কেটে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ টেকনাফ গুচ্ছ গ্রামের সাবের আহমদের পুত্র নজরুল ইসলাম (২০) ও দক্ষিণ জালিয়াপাড়ার মৃত হাজী আব্দুল আহাদের পুত্র মাহমুদুল আলম (৪০) কে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃত আসামীদের আদালতে প্রেরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...