প্রকাশিত: ২৮/০১/২০১৫ ১১:১১ পূর্বাহ্ণ

সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফের হ্নীলায় অট্রোরিক্সা যোগে মাদ্রাসা যাওয়ার পথে ফিল্মী স্টাইলে জায়নুর আক্তার নামের ১ছাত্রীকে অপহরণ করেছে একদল দূরবিত্ত। পুলিশ সাড়ে ৯ ঘন্টা অপহরণকৃত ছাত্রীকে উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্র জানায়, ২৭ জানুয়ারী সকাল পৌনে ৯টার দিকে অট্রোরিক্সা যোগে হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী ফুলের ডেইল এলাকার আবুল কালামের মেয়ে জায়নুর আক্তার (১৩) মাদ্রাসায় যাওয়ার পথে হ্নীলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম কর্নার এলাকায় মাইক্রো বাস দিয়ে রিক্সার পথ গতিরোধ করে একই এলাকার ফকির মোহাম্মদের পুত্র নূর মোহাম্মদ (২৪) সহ ৬/৭ জনের দূরবিত্ত দল জোর পূর্বক অপহরন করে মাইক্রো বাসে তুলে নিয়ে যায়। খবর পেয়ে মেয়ের পিতা ও স্বজনেরা হ্নীলায় টহলরত পুলিশের সহায়তায় উদ্ধারের চেষ্টা চালায়। এই ব্যাপারে টেকনাফ থানা পুলিশের এসআই আলমগীরের নিকট জানতে চাইলে বলেন সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। মেয়ের পিতা আবুল কালাম বলেন প্রকৃত ঘটনা কি বলতে পারছিনা। তবে আমি মেয়েকে ফেরত পেলে সবকিছু জেনে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। বিকাল সাড়ে ৪টারদিকে হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া হতে বিশিষ্ট সমাজসেবক মাহবুব মোরশেদ ও এসআই আলমগীর সর্ঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রী জাইনুরকে উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় অপহরিতা ছাত্রীকে উদ্ধার করা যায়নি।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...