সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফ থানা পুলিশ ফের অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী এলজি,১০ রাউন্ড কার্তূজ ও ৪০ হাজার ইয়াবা বড়িসহ মোহাম্মদ ছিদ্দিক নামে একজনকে আটক করেছে।
সুত্র জানায়, ২৩ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফ মডেল থানার এসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পৌর এলাকার মহেশখালীয়া পাড়া সংলগ্ন সীবীচ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালান লেন-দেন করার সময় ২টি দেশীয় তৈরী এলজি,১০ রাউন্ড কার্তূজ ও ৪০ হাজার ইয়াবা বড়িসহ নতুন পল্লান পাড়ার মৃত লাল মিয়ার পুত্র মোহাম্মদ ছিদ্দিক (২৭) কে আটক করে। এ সময় আরো ৩/৪জন সহযোগী পালিয়ে যায়। আটক ব্যক্তিসহ আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলার প্রক্রিয়া চলছে বলে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান। উল্লেখ্য আতাউর রহমান খন্দকার থানার যোগদান করার পর হতে আইন-শৃংখলা রক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে আপোষহীনভাবে কাজ করে আসছে। তার এই কর্মকান্ড হতাশাগ্রস্থ অভিভাবকদের মনে আশার সঞ্চার করেছে বলে সচেতনমহল মনে করেন।
প্রকাশিত: ২৪/০১/২০১৫ ৩:০০ অপরাহ্ণ , আপডেট: ২৪/০১/২০১৫ ৩:০২ অপরাহ্ণ
পাঠকের মতামত