সন্ত্রাসী কামালের খূটিঁর জোর কোথায় !
মাহমুুদুল হক বাবুল, উখিয়া::
উখিয়া উপকূলে মানবপাচারকারী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। মানবপাচারকারীরা কালো টাকার প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাস সৃষ্টি করে নিরীহ লোকজনদের হয়রানী করে আসছে। স্থানীয় এলাকাবাসীরা চিহ্নিত মানব পাচারকারী মনখালী গ্রামের কামাল উদ্দিনকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
জানা যায়, উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে কামাল উদ্দীন দীর্ঘদিন ধরে সাগর পথে অবৈধ ভাবে মানব পাচার করে আসছে। মানব পাচার করে রাতারাতি কালো টাকার মালিক বনে যাওয়ায় গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। সে বহিরাগত সন্ত্রাসী এনে এলাকার সাধারণ মানুষদের জমি-জিরাত কেড়ে নেয়া এবং এলাকায় ত্রাস সৃষ্টি করা নানা ধরনের অপকর্মে জড়িত হয়ে পড়েছে। কামাল বাহিনীর ভয়ে এলাকাবাসী তার কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামাল বাহিনীর সদস্যরা দিবারাত্রি চাঁদাবাজি, বন বিভাগের কাঠ চুরি, ইয়াবা ব্যবসা ও কামাল উদ্দিন পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষদের হয়রানী করে থাকে। তাদের চাঁদা না দিলে সন্ত্রাসীরা মারধর সহ নানা ধরনের হুমকি দিয়ে থাকে। স্থানীয় মোস্তফিজুর রহমানের ছেলে ফয়েজ আহমদ তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করার সময় সন্ত্রাসী কামাল উদ্দিন ৬লক্ষ টাকা চাঁদা দাবী করে। ফয়েজ আহমদ দাবীকৃত চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার স্বপরিবারে তার ভাতিজার বিয়েতে যাওয়ার পথে ওই সন্ত্রাসী কামাল সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রকাশ্যে দিবালোকে গাড়ী গতিরোধ করে ফয়েজকে স্বপরিবারে হত্যার অপচেষ্টা চালায়।
ফয়েজ আহমদ অভিযোগ করে সাংবাদিকদের জানান, কামাল উদ্দিন মানব পাচার করে কোটি টাকার মালিক বনে গেছে। এর পর থেকে সে সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকার সাধারণ মানুষকে অত্যাচার চালিয়ে আসছে। এমনকি সম্প্রতি আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি তাকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে এবং গত মঙ্গলবার আমাকে স্বপরিবারে হত্যা প্রচেষ্টা চালায়। স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পাই। বর্তমানে ওই সন্ত্রাসী আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় এলাকাবাসী ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোছা বলেন, ফয়েজ আহমদকে সন্ত্রাসীর কবল থেকে রক্ষা করায় সন্ত্রাসীরা আমাকেও হুমকি দিচ্ছে। এমনকি পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদও ছাপিয়েছে। স্থানীয় এলাকাবাসী সন্ত্রাসী কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য অভিয্ক্তু কামাল উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া না যাওয়ায়তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাঠকের মতামত