প্রকাশিত: ২২/০১/২০১৫ ৪:৪৩ অপরাহ্ণ
কক্সবাজারেও পেট্টোল বোমা আতংক ॥ নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ

COXS NEWS PIC---22-01-2015
বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে ॥
পর্যটন জেলা কক্সবাজারেও দেখা দিয়েছে পেট্টোল বোমা আতংক। সারাদেশের ন্যায় এখানেও নিজেদের অবস্থান জানান দেয়ার অপকৌশল হিসেবে ব্যাপক নাশকতার পরিকল্পনা নিয়ে সংগঠিত হচ্ছে জামায়াত-বিএনপি-শিবিরসহ অবরোধকারীরা। আর এ কাজ বাস্তবায়নে মাঠে নামানো হয়েছে প্রশিক্ষিত কর্মীদের। চলতি মাসে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ ও জেলা পরিষদ প্রশাসকের গাড়িতে হামলা এর স্পষ্ট প্রমাণ। তাছাড়া সর্বশেষ ২১ জানুয়ারী বুধবার বিকেলে শহরের বাজারঘাটা এবিসি রোডের একটি মেচ থেকে ৪টি পেট্টোল বোমাসহ ২ শিবির কর্মী আটকের ঘটনায় ভাবিয়ে তুলেছে আইন শৃংখলা বাহিনী ও সাধারণ মানুষকে। তবে ছাড় দিতে নারাজ পুলিশ। নাশকতাকারীদের কঠোর হস্তে দমনে অন্যান্য বাহিনীর সহযোহিতায় মাঠে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম। বুধবার বিকেলে শহরের বাজারঘাটাস্থ ভাই ভাই ম্যানশনের একটি মেচ থেকে পেট্টোল বোমাসহ আটক শিবির কর্মীরা হলো-সদরের জালালাবাদ ইউনিয়নের পালাকাটার নুরুচ্ছফার পুত্র আব্দুল্লাহ ও উখিয়ার বালুখালী গ্রামের আমির হোসেনের পুত্র মোঃ ইউনুছ। এসময় শিবির কর্মীদের নামের তালিকা সম্বলিত ২টি নিবন্ধন খাতা, বিভিন্ন কর্মসূচির ৬টি ছবি, ৩টি ফাইল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়-আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং জামায়াত-শিবিরের ৫ জন নেতার নাম পাওয়া গেছে। তারা শহরে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী। এদিকে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান-সর্বশেষ বুধবার জেলায় নাশকতা চেষ্টার অভিযোগে ১৩ জন বিএনপি ও ৩ জন জামায়াত-শিবির নেতাকর্মীদের আটক করা হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...