প্রকাশিত: ২১/০১/২০১৫ ৮:৪৪ অপরাহ্ণ
সাদ্দাম হোসাইন,হ্নীলা::
বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে অবস্থানরত নৌবাহিনীর সদস্যরা জলসীমা অতিক্রম করে মাছ ধরার সময় অভিযান চালিয়ে মিয়ানমারের ১৫ মাঝি-মাল্লাসহ ২টি ফিশিং ট্রলার আটক করেছে। সেন্টমার্টিন নৌবাহিনীর ঘাটি ইনচার্জ লেঃ কমান্ডার মুস্তফা কামাল জানান ২১জানুয়ারী বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় নৌবাহিনী জাহাজ ধলেশ্বরী ঘটনাস্থলে গিয়ে ২টি ট্রলারসহ মাঝি-মাল্লাদেরকে আটক করে। আটককৃত ট্রলার ও ১৫ মাঝি-মাল্লা ও জেলেদের সেন্টমার্টিন নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে।
পাঠকের মতামত