প্রকাশিত: ২১/০১/২০১৫ ৪:০৬ অপরাহ্ণ
রেবি ম্যাডাম ফের গ্রেফতার

Rebi copy
ইমাম খাইর:
কক্সবাজারের বহুল আলোচিত ও শীর্ষ মানবপাচারকারী রেজিয়া আকতার রেবি ওরফে ম্যাডামকে আবারো গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ জানুয়ারী বুধবার দুপুর আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়। রেজিয়া আকতার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মানবপাচারের জন্মদাতা নুরুল কবিরের স্ত্রী। বুধবার বিকাল তিন টায় রিপোর্ট লেখাকালে গ্রেফতার রেবি ম্যাডামকে গোয়েন্দা পুলিশের অফিসে আনা হচ্ছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, রেজিয়া আকতারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বুধবার দুপুরে উখিয়া উপজেলা ‘মানবপাচার প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক আবদুল হামিদের উপর হামলা চালায়। স্থানীয়রা বিষয়টি পুলিশ অবগত করেন। পরে আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের একদল সদস্য সাদা পোশাকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ নিজ বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, রেজিয়া আকতার রেবি জেলার শীর্ষ মানবপাচারকারী। অপহরণ, খুন চেষ্টা ও মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা রয়েছে।

২০১৪ সালে ২৩ নভেম্বর কক্সবাজার শহর থেকে তাকে আটক করা হয়। ১৫ জানুয়ারী জেল থেকে সে জামিনে বের হয়। এরপর আবারো মানবপাচার এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার স্বামী নুরুল কবিরও মানবপাচার মামলায় দীর্ঘ দিন ধরে কারান্তরীন ছিলেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...