প্রকাশিত: ২০/০১/২০১৫ ৯:২০ অপরাহ্ণ
রামুতে সন্ত্রাস বিরোধী বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

DS-01
খালেদ হোসেন টাপু,রামু :
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে রামুতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রুখে দাও জঙ্গীবাদ, রুখে দাও বোমাবাজ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য, রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও রাজারকুলের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী। মঙ্গলবার(২০ জানুয়ারী) বিকাল ৪টায় স্থানীয় চৌমুহনী ষ্টেশনে রামু উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য ও চাকমারকুলের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন কোম্পানী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম এম এ, কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান শামশুল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, কক্সবাজার জেলা সৈনিকলীগ সভাপতি তৈয়ব উল্লাহ মাতব্বর, রামু উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ ।
রামু উপজেলা আওয়ামী ওলামালীগ সভাপতি মৌলানা নুরুল আজিমের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, সেচ্ছাসেবকলীগ সভাপতি এড. মোজাফ্ফর আহমদ হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক, সৈনিকলীগ সভাপতি মোঃ ইউনুচ খাঁন, জেলা আওয়ামী যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, জেলা মৎসজীবিলীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, রামু বাস্তুহারালীগ সভাপতি নুরুল আলম জিকু, চাকমারকুল আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, রশিদ নগর আওয়ামীলীগের সভাপতি বজল আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক আবু বক্কর, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুল হক রাজা, আরিফ খাঁন জয়, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, শাহাব উদ্দিন, হোসাইন মোঃ রিফাত, কাউয়ারখোপ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মঞ্জুর আলম সোহেল, সৈনিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন, রামু ফতেখাঁরকুল সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ও চৌমুহনী বণিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ।
এদিকে রামুতে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়েছেন সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলা নেতৃবৃন্দ। এসময় সজ্জিত ট্রাকমঞ্চ থেকে বক্তব্য রাখেন জেলা সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলার সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ। কমিটির জেলা সদস্য সচিব ও কক্সবাজার শহর আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাইমুল হক চৌধুরী টুটুল, কৃষকলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আওয়ামীলীগ নেতা আবুহেনা মোস্তফা কামাল, জেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...