এম. দুলাল মিয়া, উখিয়া::
ইভটিজিং প্রতিরোধ ও জনসচেতনতা মূলক ক্যাম্পেইনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মোবাইল বর্জনের নির্দেশ দিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খাঁন।
জানা যায়, ২০ জানুয়ারী, উখিয়া উপজেলার হলদিপালং ইউনিয়নের মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং প্রতিরোধ ও মানবপাচার রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইনে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন। যে কোন প্রয়োজনে উখিয়া পুলিশ প্রশাসনের সহযোগিতার পাশাপাশি সকলের সুবিধার্থে তাঁর ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নাম্বার শিক্ষার্থীদের মাঝে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া, সিনিয়র শিক্ষক আব্দুল মাজেদ, আব্দুল্লাহ আল হাকিম বাবুল, মিলন কুমার বড়–য়া, দীনেশ বড়–য়া, রুবিনা খানম, বাবলী ভট্টচার্য্য, জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুস সোবহান কেজি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম. দুলাল মিয়া ও ইমরান সাদেক প্রমুখ।
এদিকে উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খানের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উখিয়া বিভিন্ন সামাজিক সংগঠন। অপরদিকে অফিসার ইনচার্জও দূর্নীতিমুক্ত উখিয়া গড়তে সাধারণ জনতার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
পাঠকের মতামত