
বিশেষ প্রতিবেদক:
২০ জানুয়ারী মঙ্গলবার, সকাল সাড়ে ১১টা। জনাকীর্ণ কক্সবাজার আদালত প্রাঙ্গন। উকিল-মুন্সিদের কোর্ট ফাইল নিয়ে দৌঁড়াদৌঁড়ি। চলছে দুই আইনজীবির মধ্যে বাকবিতন্ডা, হাতাহতি, মারামারি। আর গাছ তলায় দাঁড়িয়ে এসব কান্ড দেখছে কোর্টে আসা হাজারো দর্শক। এরপরও নাছোড় দুই আইনজীবি। লেগে আছে দুই জনের তুমুল ঝগড়া-বাকবিতন্ডা। ততক্ষণে ব্যাপারটা মহাতামাশায় পরিণত হয়েছে।
আদালত প্রাঙ্গন থেকে হঠাৎ ফোন। সংবাদকর্মী হিসাবে দৌঁড়ে গিয়ে দেখি, দুই আইনজীবিকে টেনে নিয়ে যাচ্ছে সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক ও আপ্যায়ন সম্পাদক একরামুল হুদা।
তবে ইজ্জতের খাতিরে ঝগড়ায় লিপ্ত দুই আইনজীবির নাম প্রকাশ করা হলনা।
এ সময় প্রত্যক্ষদর্শীদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘টাকার ভাগ নিয়ে আদালতপাড়ায় দুই আইনজীবি মারামারি দিয়েছেন। তবে কিসের টাকার জন্য এ ঝগড়া তা জানতে পারিনি।’
একই কথা বলেন আরেক রসিক মক্কেল। তার ভাষ্য মতে, ‘আমরা কোন সমস্যা হলে উকিলের কাছে যাই। কিন্তু আদালতের বারান্দায় উকিলে উকিলে মারামারি হলে তাদের বিচার কে করবে?’
এ বিষয়ে জেলা আইনজীব সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক জানান, মক্কেলের বিষয়ে তারা ঝগড়া দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত করা হয়েছে। :সিবিএন
পাঠকের মতামত