প্রকাশিত: ১৯/০১/২০১৫ ৬:০৭ অপরাহ্ণ

এম. দুলাল মিয়া, উখিয়া::
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাগলির বিল গ্রামের দুদর্ষ সন্ত্রাসী নুর আহমদ মনুর নেতৃত্বে একদল উৎশৃংখল সন্ত্রাসী স্থানীয় আমাদের কক্সবাজার এর উখিয়া প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুস সোবহান কে.জি স্কুলের অধ্যক্ষ এম.দুলাল মিয়ার বসত ঘরে হামলা ও লুটপাটের ঘটনায় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান ও এস.আই রাজেশ বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্সকে সাধুবাদ জানিয়েছেন সংবাদকর্মীর পরিবার ও স্থানীয় সামাজিক সংগঠন। পাশাপাশি সহযোগীতা করায় আজকের কক্সবাজার বার্তা, আমাদের কক্সবাজার ও সিএসবি২৪.ডটকম পরিবারকে সাধুবাদ জানিয়েছেন।

জানা যায় গত ১৩ জানুয়ারী স্থানীয় সন্ত্রাসী নুর আহমদ মনু, ছুরুত আলম ও ফরিদুল আলমের বিরুদ্ধে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জের ধরে বিগত ১৫জানুয়ারী ও সর্বশেষ গত ১৮জানুয়ারী রাত অনুমান ৯ঘটিকায় সময় ভাড়াটিয়া সন্ত্রাসী সহ দফায় দফায় সংবাদকর্মী এম.দুলাল মিয়ার বসত ঘরে হামলা চালায়। এ ঘটনায় সংবাদকর্মী উখিয়া থানার অফিসার ইনচার্জকে মুঠোফোনে অবহিত করলে তিনি ্উখিয়া থানার চৌকস অফিসার এস.আই রাজেশ বড়ুয়ার নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সর্বাত্মক সহযোগিতায় ছিলেন আজকের কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক ইনানী ও দৈনিক নতুন ভোর এর উখিয়া প্রতিনিধি রফিক মাহামুদ, সিএসবি২৪ডটকম এর প্রকাশক পলাশ বড়–য়া, সংবাদকর্মী মোহাম্মদ ইদ্রিস, হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম গুরা মিয়া মেম্বারের পুত্র সমাজসেবক আলী আহমদ, স্থানীয় চৌকিদার তাহেরসহ সুশীল সমাজ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
এদিকে সংবাদকর্মী এম.দুলাল মিয়ার বসতঘরে হামলা চেষ্টার ঘটনায় উখিয়া প্রেস ক্লাব, উখিয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশন, উখিয়া সাংবাদিক ইউনিটি ও শিক্ষক সমাজ, সন্ত্রাসী নুর আহমদ মনু, ছুরুত আলম ও ফরিদ আলমের বিরুদ্ধে আইনতগত ব্যবস্থাসহ গ্রেপ্তারের জোরদাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...