প্রকাশিত: ১৯/০১/২০১৫ ১২:১৫ অপরাহ্ণ

Coxsbazar
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে কক্সবাজারে উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি নাইট কোচে অবরোধকারীদের ছুঁড়া পেট্রোল বোমার শিকার হয়েছে। এতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সহ ১৫ জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে।
গতকাল রবিবার সকাল ৭ টার দিকে কক্সবাজার কলেজ গেইটের পার্শ্ববর্তী জামায়াত-শিবিরের আস্তানা হিসাবে পরিচিত জানারঘোনা নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পেট্রোল বোমার শিকার কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস, এম, শাহ হাবিবুর রহমান হাকিম জানান, আমি হানিফ পরিবহনের একটি কোচে করে ঢাকা থেকে কক্সবাজার আসার পথে কলেজ গেইটের পার্শ্বেই বোমা হামলার শিকার হই। বোমার আশংকায় গায়ের কোট খুলে জানালায় প্রটেকশন দিয়ে রেখেছিলাম ভাগ্যিস। আমার আশংকাই বাস্তবে রুপ নিয়ে বোমায় কাঁচ ভেঙ্গে ঠিকই কোটে আগুন ধরে যায়। গাড়ীর দরজা বন্ধ থাকায় আমি জানালা দিয়ে কোনমত বের হয়ে আসি।
তিনি আরও বলেন, আমি ফিরে এসেছি ঠিক মৃত্যুর মুখ থেকে। যদি কিনা আমার গায়ের কোট খুলে না রাখতাম আমি দগ্ধ হয়েই মরতাম। তিনি আরো জানান, গাড়ীতে এ সময় ১৫/১৬ জন যাত্রী ছিলেন। বোমার আগুনে গাড়ীর অন্তত ১০ টি সিট পুড়ে গেছে। অন্যান্য যাত্রীরাও তৎক্ষনাৎ গায়ের কাপড়-চোপড় খুলে নেমে পড়ে। বোমার আগুন নিয়ে গাড়ীটি ঝিলংজা খাদ্য গুদাম এলাকায় এসে থামার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে পরিবহণ শ্রমিক নেতা নুরুল আলম জানান, উক্ত স্থানে প্রতিদিনই যানবাহন ভাংচুর ও হামলার শিকার হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এমনকি গত ১৪ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত বিশেষ আইন শৃংখলা সভায় পরিবহণ নেতারা ঝিলংজা হাজী পাড়া ও জানারঘোনা এলাকার বোমা হামলাকারীদের গ্রেফতারের দাবী জানালেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি যার কারণে এই অবরোধে উক্ত স্থানগুলিতে ভাংচুর ও হামলার শিকার হচ্ছে যানবাহন।
সদর মডেল থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, গতকাল রবিবার সকালে পেট্রোল বোমা হামলার ঘটনার কথা জানি। তবে সকল যাত্রী অক্ষত রয়েছেন বলে তিনি জানান। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলচ্ছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...