প্রকাশিত: ১৯/০১/২০১৫ ১১:৪৯ পূর্বাহ্ণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর উপকুলীয় ইউনিয়ন চৌফলদন্ডীতে কিশোর মোঃ হোছনের খুনের নেপথ্যে জড়িতরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসকের বিরুদ্ধে টাকা নিয়ে মিথ্যা প্রতিবেদন দিয়ে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। হত্যাকান্ডে দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত ও নৃশংস এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে সদরের চৌফলদন্ডী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত মোঃ আলীর ছেলে মোঃ হোছন(১৮) গত বছরের ২৯ জুলাই ঈদুল ফিতরের আগের রাতে পিতার কবর জেয়ারত করার জন্য স্থানীয় কবরস্থানে যায়। এসময় পূর্বশত্র“তার জের ধরে একই এলাকার কতিপয় দুর্বত্ত তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ও লাশের শরীরে বিদ্যুতের তার প্যাঁচিয়ে দিয়ে স্থানীয় হিন্দু মন্দিরের কাছে ফেলে রেখে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে মর্মে প্রচার চালায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান লাশের গায়ে এসময় বিভিন্ন আঘাতের রক্তাক্ত চিহ্ন ছিল। ঐ সময় হত্যাকান্ডের খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোর্শেদ আলম সঙ্গীয় ফোর্সসহ একই দিন ভোর সাড়ে ৫ টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের ভাই ছৈয়দ জানান, উক্ত হত্যাকান্ডের প্রতিকার চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের চেষ্টা করলেও থানা মামলা না নেয়ায় অবশেষে গত ১২ আগষ্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (সি আর ৮৫৭/২০১৪) দায়ের করা হয়। এ মামলায় চৌফলদন্ডী পূর্ব হিন্দু পাড়ার আনন্দ কান্তি দেসহ ৭জনেকে আসামী করা হয়। এ মামলা আদালত আমলে নিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ ও পরবর্তী ১৫ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আদালতকে অবহিত করার জন্য কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
মামলার বাদী নিহতের মা ফাকিজা খাতুন জানান, মামলার পরে আসামী পক্ষের মোটা অংকের টাকার বিনিময়ে বশীভূত হয়ে আসামীদের গ্রেপ্তারে পুলিশ কোন পদক্ষেপ নেয় নাই। বরং খুনীদের রক্ষা করতে মোটা অংকের মিশন নিয়ে মাঠে নামা চক্রের অবৈধ টাকার দ্বারা প্রভাবিত হয়ে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী ডাক্তার পরস্পর যোগসাজসের মাধ্যমে বিদ্যুৎপৃষ্টে দূর্ঘটনাজনিত কারনে মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে। এতে হত্যাকান্ডের জন্য দায়ী ব্যক্তিরা পার পেয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। নির্মম এই হত্যাকান্ডের পরপর খুনীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। নৃশংস ও বর্বরোচিরত হত্যাকান্ডের বিচারবিভাগীয় তদন্তপূর্বক দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...