দু’চোখ উৎপাঠন, অস্ত্র উদ্ধার॥
আবদুর রাজ্জাক,মহেশখালী:
কক্সবাজারের মহেশখালীর পাহাড়ী এলাকায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ সন্ত্রাসী গ্রুপের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় বলে এলাকাবাসিরা জানান। এই ঘটনায় সন্ত্রাসীরা পারভেজ নামের একজনকে এলোপাতাড়ি কুপিয়ে তার দু’চোখ উৎপাঠন করে ফেলে। মহিলাসহ পাচঁজন গুলিবিদ্ধহয়ে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার হোয়ানকের পূর্ব কালা গাজি পাড়া পাহাড়ি এলাকায়। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে।
ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায়, (১৮ জানুয়ারী) রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হোয়ানকের পূর্ব কালাগাজি পাড়া পাহাড়ি এলাকায় এলাকায় আধিপথ্য বিস্তার নিয়ে জোনাব আলী বাহিনী ও জালাল বাহিনীর মধ্যে ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এসময় উভয় গ্রুপের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় জোনাব আলীবাহিনীর লোকজন জালাল বাহিনীর সদস্য স্থানীয় মৃত আবুল কালামের পুত্র মো: পারভেজ (২৯) কে এলোপাতাড়ী কুপিয়ে তার দু’চোখ উৎপাঠন করে ফেলে। এত মহিলঅসহ পাচঁজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১০ টায় মহেশখালী থানার তদন্ত ওসি দিদারুল ফেরদৌর এর নেতৃত্বে ২০ জনের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে।
এদিকে র্দীঘদিন ধরে হোয়ানক এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী জোনাব আলী বাহিনী ও জালাল বাহিনীর মধ্যে সংর্ঘষ চলে আসছিল। দু’বাহিনীর হাতে পুলিশের এস,আই পরেশ কুমার কারবারীসহ অন্তত:এক ড়জনেরও অধিক লোক প্রাণ হারায়।
উল্লেখ্য,গত ৮ জানুয়ারী (বুধবার) দুপুর ২টায় উপজেলার বড় মহেশখালীর মাহারাপাড়া এলাকায় একদল সন্ত্রাসী যুবলীগের সাবেক আহবায়ক নুরুল আবচারকে দিনদুপুরে এলোপাতাড়ী কুপিয়ে মারাতœক আহত করে তার দু’ চোখ,দু;পায়ের রগ,ও জিহবা কেটে নেয়। সে বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি মহেশখালীতে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে শুরু করেছে। মাত্র দশ দিনের মাথায় সন্ত্রাসীরা আরো একজনের দু’চোখ উৎপাঠন করা হলো।
এব্যাপারে মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত