প্রকাশিত: ১৭/০১/২০১৫ ৭:৫৮ অপরাহ্ণ
উখিয়ায় মালয়েশিয়া পাচারকালে ২ যাত্রী আটক ঃ ৭ দালালের বিরুদ্ধে মামলা

M.H Babul pic-17-01-2015-(1)
মাহমুদুল হক বাবুল উখিয়া, (কক্সবাজার) ॥ কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার শীর্ষ মানবপাচারকারীর গডফাদার জমির আহমদের বাড়ী থেকে মালয়েশিয়াগামী ২ যাত্রীকে আটক করেছে ইনানী পুলিশ।
জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় গত শুক্রবার ভোর রাতে ইনানীর পুলিশ ফাঁড়ির আইসি আলা উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মানবপাচারকারীর গডফাদার জমির আহমদের বাড়িতে তল্লাশী চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো হওয়া যশোর জেলার সালামতপুর গ্রামের ইসলাম গাজীর পুত্র কেসামত (৫৩) একই এলাকার আব্দুল কাদেরের পুত্র জাকির হোছন (১৯) কে আটক করে। এ ব্যাপারে মানবপাচার কাজে জড়িত থাকার অভিযোগে ৭ দালালের বিরুদ্ধে মানবপাচার আইনের সংশ্লিষ্ট ধারা মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...