প্রকাশিত: ১৪/০১/২০১৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
টেকনাফ সংবাদদাতা ॥
কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ ৪ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ৩নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীতে একটি বোটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার আব্দুল আমিনের ছেলে রবি আলম (২৫), একই এলাকার সুলতান আহমদের ছেলে জামাল হোসেন (২৪), হাদির হোসেনের ছেলে মজিবুল্লাহ (২০) এবং মো. হোসেনের ছেলে মো. রফিক (২০)। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
পাঠকের মতামত