প্রকাশিত: ১৩/০১/২০১৫ ৯:১৪ অপরাহ্ণ
ঈদগাঁওতে শিক্ষক অপহরণ মামলার আসামী গ্রেফতার

Arrest..
মো. রেজাউল করিম,ঈদগাঁও::
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ১৩ জানুয়ারী সন্ধ্যায় বাজারের বাশঘাটা থেকে পুলিশ এ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের শের আলীর ছেলে ফার্নিচার ব্যবসায়ী কামাল উদ্দীন মুন্না বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, সম্প্রতি অপহৃত পোকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের ছৈয়দ আলমের পুত্র আমান উল্লাহ অপহরণ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করে। বাদীর দাবী অনুযায়ী এ মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা জানান, তাকে উক্ত মামলায় আদালতে সোপর্দ করা হবে। একটি চক্র তাকে ছাড়িয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে বলে বাদীর দাবী।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...