মো. রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজার সদরের ইসলামপুরে এসিড নিক্ষেপ ও ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ীর ৬ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে। গতকাল ১২ জানুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লবণ শিল্প এলাকা ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ধর্মের ছড়া গ্রামের কবির আহমদের ছেলে এসি আই সল্টের কেরিং কন্ট্রাকটার ব্যবসায়ী ফারুকুল ইসলাম তার পার্টনার আলমগীরের কাছ থেকে ব্যবসায়ীক টাকা বুঝে নিয়ে ইসলামপুর বাজারে যায়। মনজুর সওদাগরের দোকানের সামনে পৌছা মাত্রই উৎপেতে থাকা একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোনা মিয়া ও জসিমের নেতৃত্বে ১০/১২ জনের সংঘবদ্ধ চক্র তার উপর এসিড নিক্ষেপ ও ধারালো অস্ত্রে আঘাত করে সাথে থাকা নগদ ৬ লক্ষাধিক টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। ধারালো অস্ত্রের আঘাত ও এসিডে তার মাথা ও শরীরে বিভিন্ন অংশ মারাতœক জখম ও ঝলসে যায়। মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্বজনরা তাকে প্রথমে ঈদগাঁওস্থ ডায়াবেটিস কেয়ারে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা শংকামুক্ত নয় বলে জানা গেছে। আহতের স্বজন মানবাধিকার কমিশন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ভাইস প্রেসিডেন্ট জাবেদ আল মামুন জানান, সংঘটিত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশের এসআই মোর্শেদ ঘটনার শিকার ব্যবসায়ীকে হাসপাতালে দেখতে যান।
প্রকাশিত: ১২/০১/২০১৫ ৮:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ...
পাঠকের মতামত