
স্পোর্টস ডেস্ক:
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে তিনি জামিনে মুক্তি পান। এর আগে নারী নির্যাতন মামলায় জামিন পান রুবেল হোসেন। অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে। আজ সকালে রুবেলের পক্ষে তার আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালতে মামলাটি শুনানি শেষে আদেশের অপেক্ষায় রাখা হয়। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস রুবেলের জামিন আবেদন মঞ্জুর করেন। ১৫ই ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ রুবেলের চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই গত ৮ই জানুয়ারি রুবেল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৩ই ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়। তবে অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, হ্যাপী তাকে ‘ব্ল্যাকমেইল’ করেছেন।
পাঠকের মতামত