প্রকাশিত: ১১/০১/২০১৫ ৯:০৩ অপরাহ্ণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার:
কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগড়ে মাদকসেবী ও বিক্রেতা দিন দিন ব্যাপক হারে বাড়ছে। জানা গেছে ইউনিয়নের বৈদ্যপাড়া, চরপাড়া ২নং গেইট, পূর্ব রাজঘাটা, বউঘাটা, ঈদগড় বাজারস্থ তালতলা সহ আরো বিভিন্ন এলাকায় দিন-রাত প্রকাশ্যে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিক্রি করায় মাদকসেবিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এসব মাতালদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। অভিযোগে জানা যায়, এলাকার বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, নারী কেলেংকারী ঘটনায় জড়িত, হিরোইন ব্যবসায়ী, ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী ব্যক্তিগণ মোটর সাইকেল যোগে উল্লেখিত স্পট গুলোতে সকাল ৯ টা থেকে রাত ৮ টায় গিয়ে মদ,গাজা, হিরোইন, ইয়াবাসহ আরো নানা মাদকদ্রব্য সেবন করে নানা পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে গালিগালাজ এবং নানা ভাবে অত্যাচার করে থাকে। আর এসব মাতাল অবস্থায় মাদকসেবীরা প্রায় সময় পুলিশের নাগের ডগায় ঘুরাঘুরি করলেও নেই পুলিশের কোন অভিযান। ফলে এলাকার পরিবেশ দিনদিন বিনষ্ট হতে চলেছে। এছাড়া মাদকসেবীরা উল্লেখিত স্পট গুলো হতে ব্যাগভর্তি করে কৌশলে নানা মাদকদ্রব্য এলাকার বিভিন্ন জায়গায় পাচার করছে। অন্যদিকে ইউনিয়নের চরপাড়া ২নং গেইট এলাকায় সাধারণ লোকজন মাদকসেবীদের কারণে নানা ভাবে অতিষ্ট হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও এসব থেকে রেহায় পাওয়ার কোন সম্ভবনা দেখছেনা এলাকার সুশীল সমাজ। রামু থানা ওসি সাইকুল আহমেদ ভূঁইয়া শিঘ্রই এসব মাদক স্পট গুলোতে অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...