উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ...
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
টেকনাফে বিজিবি জওয়ানেরা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা বড়িসহ কাঠের নৌকা জব্দ করেছে।
সুত্র জানায়,১০ জানুয়ারী সকাল সোয়া ৮টায় টেকনাফ ৪২ বিজিবি ব্যাটেলিয়নের সদর বিওপির হাবিলদার রহিম গোপন সংবাদের ভিত্তিতে ১নং স্লুইচ গেইট সংলগ্ন বেড়ীবাধের পার্শ্বে টহল দেওয়ার সময় একটি নৌকা হতে লোকজন কেওড়া বনে ঢুকে যায়। তাদের সন্দেহ হওয়ায় পাশ্ববর্তী একটি বিহীঙ্গি নৌকা তল্লাশী করে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ কাঠের নৌকাটি জব্দ করেছে। উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে।
পাঠকের মতামত