প্রকাশিত: ১০/০১/২০১৫ ১২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার হিলটপ সার্কিট হাউস এর নিচে হিল ডাউন সার্কিট হাউস এর পাশে ভি.আই.পি সড়ক ঘেসে গড়ে ওঠেছে কক্সবাজার নার্সারী। এ সড়ক দিয়ে ভর মৌসূমে পর্যটকদের ব্যাপক যাতায়ত হয়ে থাকে। সূত্রে জানা যায় নার্সারীর মালিক শাহাজান প্রকাশ আঙ্গুল খাটা শাহাজানের নেতৃত্বে বহিরাগতরা চাকরির নামে রাতের অন্ধকারে ত্রাস সৃষ্টি করে ছিনতাই, ডাকাতি, ইয়াবা প্রচারের কাজ এবং সড়ক দিয়ে যাতায়াত করা নিরীহ মানুষ ও ভ্রমন পিপাসু পর্যটকরাই তাদের মূল টার্গেট। সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে নার্সারির তিন যুবক গ্রেপ্তার হয় ডিবি পুলিশের হাতে। এরপর থেকে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেছে মাদক সম্রাট শাহজান (প্রকাশ আঙ্গুল খাটা শাহজান)। ছিনতাই করা মালামাল, টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র অর্ধেক যায় তার পকেটে। নার্সারির এক পুরানো কর্মচারি তার কর্মকান্ড দেখে চাকরি ছেড়ে চলে যায়। সে বলেন এইসব অপর্কম সহ্য করার মত নয় গ্রামের সহজ সরল মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসে তার আস্তানা কক্সবাজার নার্সারীতে। কয়েক মাস শারিরীক নির্যাতন করে টাকা দেয়াতো দূরের কথা মৃতুর ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরকম ঘটনা অহরহ করে বলে জানিয়েছেন স্থানীয়রা। আঙ্গুল খাটা শাহাজান একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। মাদক সেবীদের সুবিধার্থে বিভিন্ন মহল্লার ও এলাকার মদক সেবন কারিরা তার আস্তানা কক্সবাজার নার্সারীতে এসে জড়ো হয়ে। সেখানে চালায় রমরমা পতিতা ও মাদক সেবনকারিদের জমজমাট আসর। কক্সবাজার শিল্প ও পর্যটক নগরী এ জেলাকে আধুনিক পর্যটক নগরী হিসাবে গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ার আংশিদার দেশ রতœ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। কিছু অসাধু রাজনিতিবীদের ছত্র ছায়ায় মাদক সম্রাট আঙ্গুল খাটা শাহাজান দেশ দ্রোহিতা হয়েও রক্ষা পেয়ে যাচ্ছে। তাই চলমান রাজনীতিরমান ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন সুশীল সমাজের নেতৃবৃন্দরা। তাই দ্রুত কক্সবাজার নার্সারী উচ্ছেদ করা প্রয়োজন মনে করেন স্থানীয়রা এবং জনমনের যে আতংক বিরাজ করছে তা পিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তকেপ কামনা করেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...