
সিএসবি২৪.কম ॥
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতরাত সোয়া ১১টায় বনানী ডিওএইচএসের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় বাসায় তার স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন। তার ছেলে জানান, রাত পৌনে ১১টার দিকে ডিবি পুলিশের একটি দল বাসা ঘেরাও করে তল্লাশি শেষে শমসের মবিন চৌধুরীকে নিয়ে যায়।
পারিবারিক সূত্র জানায়, ডিবি পুলিশের দল তার বাসায় গেলে শমসের মবিন চৌধুরী জানতে চান কোন ওয়ারেন্ট আছে কিনা। এ সময় ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে। এ ব্যাপারে ডিবি’র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আজ (শুক্রবার) তাকে কোর্টে নেয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় গণমাধ্যমকে জানিয়েছেন, শমসের মবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মহানগর ডিবি কার্যালয় সূত্র মতে, রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এদিকে গতরাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান। জানা গেছে, তিনি বর্তমান পরিস্থিতিতে আইনগত বিষয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।
পাঠকের মতামত