প্রকাশিত: ০৭/০১/২০১৫ ১২:১৯ অপরাহ্ণ
সানির নতুন চমক

sunny-leone-27825-1920x1080_48206
বিনোদন ডেস্ক |
একাধিক ছবি, আইটেম গান, খোলামেলা উপস্থিতি- সব মিলিয়ে বর্তমানে বলিউডের সর্বাধিক আলোচিত তারকা হলেন সানি লিওন। গুগল সার্চের ক্ষেত্রে এখনও সানি সবচেয়ে এগিয়ে রয়েছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘কুচ কুচ লোচা হে’ ছবিতে। এক সপ্তাহ ধরে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। নতুন খবর হলো, এ ছবির জন্য সম্প্রতি একটি গানের শুটিংয়ে নগ্ন হয়ে অংশ নিয়েছেন সানি। গানটিতে ডিম্পল কাপাডিয়ারূপে দেখা যাবে তাকে। ১৯৮৪ সালের ‘জানে দোনা’ নামক হিট নাম্বারটির রিমেক থাকছে ‘কুচ কুচ লোচা হে’ ছবিতে। সেই গানে খোলামেলারূপে ক্যামেরাবন্দি হয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ডিম্পল। গানটিতে তার সহশিল্পী ছিলেন ঋষি কাপুর। এবার সেই গানটিতেই পারফরম করবেন সানি। এরই মধ্যে গানটির সংগীতায়োজন করেছেন আরকো প্রেভো মুখার্জি। গানটিতে নগ্ন হয়ে কিছু দৃশ্যে দেখা যাবে সানিকে। তার সঙ্গে গানটিতে সহশিল্পী হিসেবে থাকবেন টিভির ব্যস্ত অভিনেতা রাম কাপুর। বড় আয়োজনে এ গানটির শুটিং হবে আগামী সপ্তাহে। জানা গেছে, গানটিতে সানি নগ্নতায় ডিম্পলের চেয়ে বেশি চমক দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর এ চমক হবে নতুনে ভরা। এরই মধ্যে গানটির রিহার্সেলে একাধিকবার অংশ নিয়েছেন সানি। এর আগে ‘রাগিনি এমএমএস-২’ ছবিতেও নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন এই সাবেক পর্নো তারকা। এবার ডিম্পলরূপে গান করতে যাওয়ায় বেশ উত্তেজিত ও আনন্দিত সানি লিওন। এ বিষয়ে তিনি বলেন, ডিম্পল কাপাডিয়ার অনেক ছবি আমি দেখেছি। তবে এ গানটি করার বিষয়টি যখন পাকাপাকি হলো তখন ‘জানে দোনা’ গানটি আমি কমপক্ষে ১০০ বার দেখেছি। বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ছিলেন ডিম্পল। এবার তার পারফরম করা জনপ্রিয় এ গানে আমি পারফরম করবো। তাই ভাল লাগছে। নিজের শতভাগ দিয়ে কাজ করার চেষ্টা করবো। দেখা যাক কি হয়।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
আসছে ফেসবুক টিকটকের আদলে

আসছে ফেসবুক টিকটকের আদলে

প্রযুক্তি ডেস্কঃ এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়োসড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ ...

চট্টগ্রামের বিনোদন স্পটগুলো সেজেছে বর্ণিল সাজে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  সিএসবি টুয়েন্টিফোর : ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পর্যটকদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। ...