প্রকাশিত: ০৬/০১/২০১৫ ১১:২৮ অপরাহ্ণ
রক্ষক যে খানে ভক্ষকের ভুমিকায়

মাত্র ত্রিশ হাজার টাকার বিনিময়ে পাহাড় কাটার অনুমতি দিল খোদ মন্দিরের তহশিলদার

আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে আদিনাথ মন্দিরের পাহাড় কেটে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। এ কাজে সরাসরি সহযোগিতা করে যাচ্ছে মন্দিরের তহশিলদার সুনিল কান্তি চক্রবর্তী ও তার সহযোগীরা। মাত্র ত্রিশ হাজার টাকার বিনিময়ে আদিনাথ মন্দিরের পাহাড় কেটে দোকান ঘর নির্মাণ অনুমতি দিল খোদ মন্দিরের তহশিলদার। রক্ষক যে ভক্ষকের ভুমিকায় অবর্তিণ। ফলে একদিকে আদিনাথ মন্দিরের প্রবেশ মুখে পাহাড় কাটার কারনে মন্দিরের সুন্দর্য্য নষ্ট হচেছ অপরদিকে বৃষ্টি হলেই যে কোন মুহুর্তে পাহাড় থসে প্রাণ হানীর আশংকা করছে স্থানীয়রা। এই ঘটনায় এলাকাবাসি ও সচেতন মহলের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সরেজমিন কালে দেখা যায়, হিন্দু র্ধমালম্ভীদের র্শীষ র্তীথ স্থান মহেশখালীর আদিনাথ মন্দির প্রবেশ মুখে লোকানাথ মন্দির সংলগ্ন পাহাড় কেটে র্দীঘদিন আগে মন্দির কমিঠি মোটা অংকের বিনিময়ে পাহাড়কেটে ৫/৬ টি দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। সম্প্রতি ওই দোকান ঘর গুলোর পাশেই ফের অনামিকা পাখি নেতৃর্ত্ব একদল শ্রমিক প্রকাশ্যে দিনদুপুরে পাহাড় কেটে দোকান ঘর নির্মাণ করছে। পাহাড় কাটার বিষয়ে ওই নারীর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি একটি কাগজ দেখিয়ে বলেন আদিনাথ মন্দিরের তহশিলদার সুনিল কান্তি চক্রবর্তী ৩০ হাজার টাকার বিনিময়ে গত এক মাস আগে তার স্বামী রনজিতকে পাহাড় কেটে দোকান ঘর (দৈর্ঘ ১২ ফুট প্রস্থ ১০ ফুট)নির্মাণের লিখিত অনুমতি দেয়। আমরা লিখিত অনুমতি পেয়ে পাহাড় কেটে দোকান নির্মান করছি। এ দোকান ঘর নির্মাণ করার জন্য অবশ্যয় মন্দির কমিটি একটি রশিদও দেয় ওই মহিলাকে।
এবিষয়ে মন্দিরেরর তহশিলদার সুনিল কান্তি চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি ওই স্থানে পাহাড় কেটে দোকান করার অনুমতি দিয়েছেন বলে জানান।
পাহাড়কাটার বিষয়ে আদিনাথ মন্দির সংস্কার কমিঠির সভাপতি পূর্ণ চন্দ্র দে বলেন, কমিঠির পক্ষ থেকে কাউকে পাহাড় কেটে দোকানঘর নির্মাণ বা পাহাড় কাটার অনুমিত দেয়া হয়ানি। তারপরও যদি পাহাড় কাটার বিষয়ে মন্দিরের কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...