প্রকাশিত: ০৬/০১/২০১৫ ১১:১৩ অপরাহ্ণ , আপডেট: ০৬/০১/২০১৫ ১১:৩৫ অপরাহ্ণ
কক্সবাজারে সত্য ধর্মের প্রবর্তক ক্লামং চাকমার স্বীয় ধর্মের উৎসবের নামে চলছে উলঙ্গ নৃত্য ও বেহায়াপনা

Teknaf Pic-(A)-06-01-15 copy
সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥
কক্সবাজারের উখিয়ার তেলখোলা গ্রামের স্বঘোষিত সত্য ধর্মের প্রবর্তক ক্লামং চাকমার অনুসারীদের ধর্মীয় উৎসবের আড়ালে চলছে উলঙ্গ নৃত্য ও বেহায়াপনা টেকনাফের হোয়াইক্যং চাকমা পল্লীতে ধর্মীয় উৎসবের নামে চলছে জুয়ার আসর, অশ্লীল ও বেহায়াপনা নৃত্য। একটি চক্র উপজাতিদের ধর্মীয় উৎসবকে পুঁিজ করে বাণিজ্যিকভাবে এই অপসংস্কৃতির আগ্রাসন চালাচ্ছে বলে লোকজন মনে করেন।

খোঁজ নিয়ে জানা যায় গত ৩ জানুয়ারী থেকে ৬ জানুয়ারী পর্যন্ত চাকমা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্যাঁচঘর ও স্বর্গপুরী সম্পন্ন হয়। দেশের বিভিন্ন স্থানের চাকমা সম্প্রদায়ের লোকজন এতে অংশ নেয়। এতে আপ্যায়ন, পানি খেলা ও উপজাতীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন করতে মনোরম সাজে সাজানো হয়। তাদের খরচের যোগান দিতে ও স্বকীয় সংস্কুতির চর্চা অব্যাহত রাখতে এবং সুস্থ বিনোদনের জন্য স্থানীয় এমপির সুপারিশক্রমে মেলার আয়োজন করা হয়। এখন এই স্বকীয় সংস্কৃতি এবং সুস্থ সংস্কুতির আড়ালে চলছে উলঙ্গ নৃত্য, বেহায়াপনা এবং পশ্চিমা সংস্কৃতির মত কার্যক্রম। এসব নোংরা সংস্কৃতি দেখার জন্য প্রত্যন্ত এলাকার কিশোর হতে বৃদ্ধ পর্যন্ত ছুটে চলায় সচেতন দর্শক এবং সুশীল সমাজকে ভাবিয়ে তুলছে। কয়েকদিন আগে টেকনাফ থানার এসআই সানাউল ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসর গুড়িয়ে দেয় বলে জানায়। এ ব্যাপারে হোয়াইক্যংয়ের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলে উলঙ্গ নৃত্য ও বেহায়াপনার চিত্রটি ফুটে উঠে।

হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক বশির আহমদ চৌধুরী বলেন-ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন প্রতিরাতে মদ, জুয়া, গাঁজাসেবন এবং মঞ্চের নর্তকীরা উলঙ্গ ও বেহায়া অবস্থায় টাকার জন্য মানুষের সঙ্গে যা আচরণ করছে তা মুখে প্রকাশ করা কঠিন। তবে আমি আইন প্রয়োগকারী সংস্থার নিকট চাকমা পল্লীর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীলতা ও বেহায়পনা বন্ধের আহবান জানান।

হোয়াইক্যং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নুরুল আমিন ফারুকী বলেন বেশ ক‘দিন যাবত রাতে অসংখ্য গাড়ি এই চাকমা পল্লীতে আসা-যাওয়া করছে। যাদের বেশীর ভাগই স্কুল,কলেজ ও মাদ্রাসা পড়–য়া। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ এবং ভিডিও ফুটেজ দেখে তা অনুমান করলাম তাতেই ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এই ধরনের বেহায়পনা চলতে পারে না। তা দ্রুত বন্ধ করা দরকার। হোয়াইক্যং বাজার কমিটির সেক্রেটারী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম চৌধুরী বলেন ভাই সংখ্যালঘু হিসেবে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমোদন দেয় প্রশাসন। কিন্তু এর আড়ালে কি হচ্ছে তা কেউ খতিয়ে না দেখায় ধর্মপ্রাণ মানুষ ও সুশীল সমাজে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক এইসব অপসংস্কৃতির তৎপরতারোধ করতে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেছেন।

স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বার দিলদার আহমদ বলেন কতিপয় ব্যক্তি উপজাতিদের প্রলোভন দেখিয়ে উৎসবের নামে এই নগ্ন নৃত্য ও মাদক সেবনের আসর জমাচ্ছে। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারীর নিকট জানতে চাইলে বলেন-চিহ্নিত একটি শক্তিশালী সিন্ডিকেট উপজাতিদের ব্যবহার করে বেহায়াপনা ও অশ্লীল নাচ-গানের আসর চলছে। এতে ধর্মপ্রাণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। অবিলম্বে এসব বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এই ব্যাপারে আয়োজকদের কমিটির অন্যতম সদস্য মনি স্বপন চাকমার নিকট জানতে চাইলে বলেন আমরা স্বকীয় সাংস্কৃতি অনুষ্ঠান চালাচ্ছি। এতে কোন ধরনের অশ্লীল কার্যক্রম নেই। তবে অনুষ্টানের অশ্লীল ভিডিও ক্লিপের ব্যাপারে জানতে চাইলে তা অন্য অনুষ্ঠানের বলে দাবী করেন। স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি ওমর ফারুকের নিকট জানতে চাইলে বলেন তাদের ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বলে শুনেছি তবে উলঙ্গ নৃত্য ও বেহায়াপনার বিষয়ে কিছু জানিনা।

ইতিপূর্বে ২০১৪সালের ৯ আগষ্ট সিএসবি২৪ডটকম এর ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে উক্ত ক্লামং চাকমার কু-কর্মের বিষয়ে সংবাদ পরিবেশন করা হলেও রহস্যজনক কারণে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভুমিকায় উদ্বীগ্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ ও সুশীল সমাজ এই অপতৎপরতা অবিলম্বে ধর্মযাজকের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ক্লামং চাকমা প্রকাশ সত্য কে গ্রেপ্তার সহ অশ্লীল ও বেহাপয়না বন্ধ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা কামনা করেছেন অন্যথায় অপ্রীতিকর ঘটনার সুত্রপাত হতে পারে বলে আশংকা করছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...