অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে আজ মঙ্গলবার উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং উত্তর জেলা যুবদল হরতাল আহ্বান করলেও মঙ্গলবার সকাল থেকে মাঠে দেখা যায়নি নেতা-কর্মীদের। সকাল থেকে নগরীর কোথাও কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সোমবার নগরীর কাজির দেউড়ি ও নুর আহম্মদ সড়ক এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষের ঘটনায় উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ আড়াইশ’ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেনসহ ৫০০ জনকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। সোমবার গভীর রাতে কোতয়ালি থানার এসআই একরামউল্লাহ বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
পাঠকের মতামত