শহিদুল ইসলাম, উখিয়া:
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, কোন মতেই রোহিঙ্গারা যাতে এদেশে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে না পারে এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সচেতন থাকতে হবে। ৬ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২ টায় উখিয়ার ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে এ কথা বলেছেন।
তিনি আরো বলেন, কোন কারণে রোহিঙ্গাদের খসড়া ভোটার তালিকায় নাম উঠালে তাদের বিরুদ্ধে সে যেই হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। খসড়া ভোটার তালিকা জনগণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। হাটে বাজারে ও গ্রামে গঞ্জে দর্শনীয় স্থান গুলোতে প্রচারণা করে মানুষ জনকে অবহিত করার জন্য জন প্রতিনিধিদের অনুরোধ করেন।
প্রধান নির্বাচন কমিশনার জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন, আগামী ১৭ জানুয়ারি খসড়া ভোটার তালিকার আপত্তি ও নিষ্পত্তির দিনে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়ছে তারা অন্তর্ভুক্ত হতে পারবেন এবং যাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক হিসেবে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আপত্তি করতে পারবেন। উখিয়া উপজেলা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে জনপ্রতিনিধিদের গভীর পর্যাবেক্ষণ করার অনুরোধ করেন। রোহিঙ্গা যাতে ভোটার হয়ে এদেশের নাগরিকত্ব ভোগ করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখার কথা বলেন। যারা রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এমন জনপ্রতিনিধি ও প্রভাশালী লোকজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার এর আগে জালিয়াপালং ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এইচএম মাহফুজুর রহমান, ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নূরুল ইসলাম, উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, ইনানী পুলিশ ফাঁিড়র ইনচার্জ আলা উদ্দিন, আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী বাবুল, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল উদ্দিন, এম আবুল হোছন, আবু তাহের, শামশুল আলম, জাকের হোছন, হাজী শামশুল আলম, কবির আহমদ, জাহেদুল আলম, সোলতান আহমদ, মর্জিনা বেগম, ফরিদা ইয়াছমিন ও জাহানারা বেগম।
প্রকাশিত: ০৬/০১/২০১৫ ৩:৩৩ অপরাহ্ণ , আপডেট: ০৬/০১/২০১৫ ৩:৩৬ অপরাহ্ণ
পাঠকের মতামত