প্রকাশিত: ০৬/০১/২০১৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক:
তৃতীয় দিনের মতো গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখনো কার্যালয়ের মূল গেটের বাইরে পুলিশের দেওয়া তালা ঝুলছে। গেটের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সোমবার দুপুরে খালেদা জিয়া কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলেও পুলিশের তালার কারণে বের হতে পারেননি। ওইসময় পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করে। এতে খালেদা জিয়া কিছুটা অসুস্থ বোধ করেন। শনিবার রাত থেকে গুলশান কার্যালয়ে ‘বন্দি’ রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ওইদিন রাতে তিনি কার্যালয় থেকে বেরুতে চাইলে পুলিশ প্রথম বাধা দেয়।
পাঠকের মতামত