প্রকাশিত: ০৬/০১/২০১৫ ১১:২৬ পূর্বাহ্ণ
একুশে টেলিভিশনের চেয়ারম্যান গ্রেপ্তার

57782_et
সিএসবি২৪ ডেস্ক:
একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। গতরাতে ইটিভি কার্যালয়ের নীচ থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ইটিভির কর্মকর্তা সাঈদ মুন্না জানান, রাত সাড়ে তিনটার দিকে বাসায় যাওয়ার সময় অফিসের নীচ থেকে ডিবি পুলিশের একটি দল ইটিভি চেয়ারম্যানকে আটক করে নিয়ে যায়। ইটিভি চেয়ারম্যানের গাড়ি চালক বাদল সাংবাদিকদের জানান, চেয়ারম্যানকে নিয়ে ইটিভির গাড়ি পার্কিং থেকে বের হতেই হঠাৎ ১০/১২ জন লোক এসে গাড়ি ঘিরে ফেলে। তারা আবদুস সালামের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে নামতে বলে। তিনি নামতে অস্বীকৃতি জানালে একজন জোর করে গাড়ি চালককে নামিয়ে দেয়। এরপর সাদা পোশাকদারী একজন গাড়িতে উঠে চালিয়ে নিয়ে যায়। তারা বলে যায়, তাকে ডিবি অফিসে নিয়ে যাচ্ছি। গাড়ি চালক জানান, ডিবি সদস্যদের কাছে ওয়াকিটকি ও রিভলবার ছিল। একজন ডিবি লেখা কটি পরে ছিল।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...