সিএসবি২৪ ডটকম:
কক্সবাজারের উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর রাজাপালং ইউ.পি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
গত ৫ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৭ টায় এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মেলার মহাসচিব ও জাতীয় পার্টি উখিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিলন বড়–য়া, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন, কৃষকলীগের আহ্বায়ক কাজী আকতার উদ্দিন টুনু, রাজাপালং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম ও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা অবহেলিত জনপদ উখিয়ার সর্বস্তরের মানুষের আনন্দ বিনোদনের জন্য আয়োজিত এ বাণিজ্য মেলায় হস্ত ও কুটির শিল্পের নানা প্রকার পণ্য দ্রব্যের সমারোহ ঘটবে। এতে হাতের তৈরি জিনিসপত্র প্রত্যক্ষদর্শী হয়ে নিজেরাও উদ্বুদ্ধ হয়ে এ শিল্পের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষনীয় এ মেলায় শিশুদের জন্য রাখা হয়েছে রেলগাড়ীতে চড়ে ভ্রমণের সুযোগ, বয়স্কদের জন্য রয়েছে মৃত্যুকোপ, তরুণদের জন্য রয়েছে বিচিত্রা অনুষ্ঠান। এ মেলাকে সফল ও স্বার্থক করে তোলার জন্য এলাকার সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। আলোচনা সভা শেষে জাহাঙ্গীর কবির চৌধুরীসহ
পাঠকের মতামত