প্রকাশিত: ০৫/০১/২০১৫ ৭:১১ অপরাহ্ণ

Primary Education
ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৫টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (০৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১০টায় ঢাকার মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১০ জানুয়ারি সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় সিস্টেম এনালিস্ট, পরিসংখ্যানবিদ, মেইনটেন্যান্স প্রকৌশলী, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স), সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি) ও সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তার পদে পরীক্ষা নেওয়া হবে।

বৈধ প্রার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যে ডাকযোগে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...