প্রকাশিত: ০৫/০১/২০১৫ ২:২৪ অপরাহ্ণ , আপডেট: ০৫/০১/২০১৫ ২:২৫ অপরাহ্ণ
বিএনপি আন্দোলনের নামে তামাশা করছে : রেলমন্ত্রী

Ralway Minister
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বিএনপি আন্দোলনের নামে জনগণের সাথে তামাশা করছে। দেশে শান্তিপূর্ণ পরিস্থিতিকে বিএনপি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বিগত সময়ে এসব আন্দোলনের নামে মানুষকে ধোঁকা দিয়েছে। তাদের সকল ধোঁকাবাজি জনগণ বুঝে গেছে। মুজিবুল হক বলেন, বিএনপির জনগণের নিকট কোন প্রকার গ্রহণযোগ্যতা নেই। কারণ তাদের আশেপাশে স্বাধীনতাবিরোধী রাজাকারদের অবস্থান। দেশের মানুষ বর্তমানে শান্তিতে আছে তা খালেদা জিয়ার সহ্য হচ্ছে না। বিএনপি এখন দেশের উন্নয়ন দেখে দিশেহারা। তাই তারা আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করছে।

মন্ত্রী আজ সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মনসুর আলী সিকদার ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নতুন এ ট্রেনটি প্রতি সোমবার ঢাকা-ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়াও আরো দুটি ট্রেন প্রতি শুক্রবার ও বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ থেকে চালু হলো রেলওয়ের এই রুটের নতুন একজোড়া ট্রেন ।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...