অনলাইন ডেস্ক:
দশম সংসদের প্রথম বর্ষপুর্তি উপলক্ষ্যে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ বেতার ও টেলিভিশনে একযোগে সম্প্রচার করা হবে। বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্যে গত বছরের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলটি এ বছর দিনটি ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের জন্য ঢাকায় কর্মসূচি দিলে সৃষ্টি হয় উত্তেজনা। এই পরিস্থিতিতে ঢাকা মহানগরে রোববার বিকাল থেকে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ। বর্তমানে রাজধানী ঘিরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। দলটির অভিযোগ সরকার তাকে বের হতে দিচ্ছেন না।
প্রকাশিত: ০৫/০১/২০১৫ ১২:৪৬ অপরাহ্ণ , আপডেট: ০৫/০১/২০১৫ ১২:৪৭ অপরাহ্ণ
পাঠকের মতামত