প্রকাশিত: ০৫/০১/২০১৫ ১২:৩১ অপরাহ্ণ , আপডেট: ০৫/০১/২০১৫ ১২:৩৪ অপরাহ্ণ
কক্সবাজারে জামায়াত-শিবির ও পুলিশ সংঘর্ষ : আহত-১০, আটক-২৮

SAM_6118
ছৈয়দ আলম, কক্সবাজার: কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় জামায়াত-শিবির ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন জামায়াত-শিবির নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ আটক করেছে ছয় জনকে। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে কক্সবাজার শহরে জামায়াত-শিবির একটি মিছিল বের করে। মিছিলটি শহরের কালুর দোকান এলাকা থেকে বের। পরে সেটি বার্মিজ মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। অপরদিকে জেলা পুলিশ শহর এবং জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ২২ নেতাকর্মীকে আটক করেছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আবুল হোসেন বিএনপির ২২ জন এবং জামায়াতের ৬ জন নেতাকর্মীকে আটক করেছে বলে স্বীকার করেছেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...