প্রকাশিত: ০৪/০১/২০১৫ ৮:৪২ অপরাহ্ণ
ঢাকামুখী বাস চলাচল বন্ধ

gabtoli-bt-edi_0_54188
অনলাইন ডেস্ক:
৫ জানুয়ারি বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী, রংপুর, নাটোর ও পটুয়াখালী থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নাশকতার আশঙ্কায় রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় ওইসব জেলার বাস মালিকরা।

রোববার সকাল থেকে ওইসব জেলায় থেকে ঢাকাগামী দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। এদিকে হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া বাস চলচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পরেছেন সাধারণ যাত্রীরা।

নাশকতার আশঙ্কায় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। তবে লোকাল রুটে বাস চলাচল রয়েছে স্বাভাবিক।

বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘কেউ কেউ ভয়ে বাস চালানো বন্ধ করে দিয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...