প্রকাশিত: ০৪/০১/২০১৫ ৮:৩৪ অপরাহ্ণ
চট্টগ্রামে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় এসআই সহ গ্রেপ্তার-৬

Arrest..
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে গত বৃহস্পতিবার এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২৮টি স্বর্ণের বার ছিনিয়ে নেয়ার ঘটনায় শনিবার রাতে এক পুলিশের এসআইসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই পুলিশের এসআই হলেনÑ আবুল হোসেন। তিনি নগর গোয়েন্দা পুলিশে কর্মরত। নগর পুলিশ জানায়, শনিবার সকাল থেকে অভিযোগ পাওয়ার এসআই আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা পুলিশ। এরপর সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী চট্টগ্রামের স্টেশন রোড ও নিউ মার্কেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে পর্যন্ত বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে কেতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, স্বর্ণ চোরাচালানির বিরুদ্ধে চোরা কারবারির মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় উৎসুক জনতা থানা ঘেরাও করেছে। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত