উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ...
অনলাইন ডেস্ক:
কক্সবাজার শহরে অপহরণকারী চক্রের মূল হোতা শাহাদাত হোসেন মুনিয়াকে (২৭) একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরের কলাতলী রোড়ের লাইট হাউজ পাড়ার একটি পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মুনিয়া শহরের মধ্যম বাহারছড়ার হাজী আবু শামার ছেলে।
তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজীসহ নারী নির্যাতনের অসংখ্য মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি শহরের কলাতলী এলাকায় সংঘটিত ছলিম হত্যা মামলারও প্রধান আসামি মুনিয়া।
কক্সবাজার ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, অপহরণকারী মুনিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত