প্রকাশিত: ০৩/০১/২০১৫ ৯:২৩ অপরাহ্ণ , আপডেট: ০৩/০১/২০১৫ ৯:৪৯ অপরাহ্ণ
উখিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ৮

M Hoque Babul Pic 03-01-2015
মাহমুদুল হক বাবুল, উখিয়া, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৮ জন গুরুত্বর আহত হয়েছে। ৩ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার রাজাপালং জাদিমুরা নামক স্থানে কক্সবাজারগামী একটি ট্রাক গাড়ি চালক বেপরোয়া ভাবে চালিয়ে যাওয়ার সময় কক্সবাজার থেকে টেকনাফমুখী যাত্রীবাহি মাইক্রো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে ২ জন যাত্রী নিহত ও ৮জন আহত হয়। আহতদেরকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। নিহতরা হল, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তেলখোলা গ্রামের মৃত নয়ামন তইংচঙ্গার পুত্র মঞ্জু লাল তংচইঙ্গা (৫৩), নুর বেগম (৫০) বলে জানা গেছে। দূর্ঘটনায় জড়িত ট্রাকটি শাহ্পরীর দ্বীপ হাইওয়ে ফাঁড়ি (থাইংখালী পুলিশ ফাঁড়ি) পুলিশের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন থাইংখালী ফাঁড়ির আই.সি নান্নু মন্ডল।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...